গোপনীয়তা নীতিমালা

এটি Truth for Today World Mission School, Inc. (“Truth for Today”) এর একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটের (“ওয়েবসাইট”) মাধ্যমে আপনার প্রদত্ত তথ্যাবলী সযত্নে নিরাপদ রেখে আমরা আপনার গোপনীয়তার প্রতি সম্মান করি। আমরা আমাদের ওপর আপনার আস্থা উপলব্ধি করতে পারছি। আমরা আপনাকে এ তথ্য যত্ন ও সংবেদনশীলতার সাথে ব্যাবহারের প্রতিশ্রুতি দিচ্ছি। ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি ধরণের তথ্য সংগ্রহ করে থাকি এবং তা কি কাজে ব্যাবহার করি তা নিম্নে প্রকাশ করা হল।

ওয়েবসাইট গোপনীয়তা

আপনি যখন ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করেন, আমরা আপনাকে ইন্টারনেটে অনুপ্রবেশ প্রদানকারী কম্পিউটারের ইন্টারনেট (আইপি) ঠিকানা চিহ্নিত করতে সক্ষম। আপনার আইপি ঠিকানা আমাদের সার্ভারের সমস্যা নির্ণয় কিংবা ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে অন্যান্য বিষয়ে সহায়তার জন্য ব্যাবহার হতে পারে। তা বিস্তীর্ণ জনতাত্ত্বিক তথ্য সংগ্রহের ক্ষেত্রেও ব্যাবহার হতে পারে। আমরা কখনোই আপনার আইপি ঠিকানা ব্যক্তিগতভাবে আপনার সাথে সংসৃষ্ট করবো না এবং অন্য কোন কোম্পানী কিংবা প্রতিষ্ঠানের প্রতি হস্তান্তর করবো না।

অন্যান্য ওয়েবসাইট

ওয়েবসাইটে Truth for Today-এর দ্বারা পরিচালিত কিংবা নিয়ন্ত্রিত নয় এমন অন্যান্য ইন্টারনেট সাইটের লিঙ্ক থাকতে পারে। Truth for Today-এর মালিকানার বাইরের ওয়েবসাইটসমূহের গোপনীয়তা নীতিমালা কিংবা সাইট উপাদানের জন্য আমরা দায়ী নই কিংবা দায়ী হতে পারবো না। আমরা আপনার পরিদর্শনকৃত প্রতিটি ওয়েবসাইটের গোপনীয়তা নীতিমালা পড়ার জন্য আপনাকে উৎসাহ করবো।

তথ্যের ব্যবহার ও প্রকাশ

নিবন্ধন ফর্ম, লেনদেনের ফর্ম, জরীপের ফর্ম কিংবা ই-মেইলের মাধ্যমে পাঠানো তথ্য ব্যতীত আমরা আপনার কাছ থেকে কোন ব্যক্তি সনাক্তকরণ তথ্য সংগ্রহ করি না। আমাদের ওয়েবসাইট আপনার কাছ থেকে আপনার যোগাযোগের তথ্য (যেমনঃ আপনার ইমেইল ঠিকানা কিংবা ডাক ঠিকানা), আর্থিক তথ্য (যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিংবা ক্রেডিট কার্ড নাম্বার) এবং জনতাত্ত্বিক তথ্য (যেমন আপনার জিপ কোড কিংবা বয়স) প্রদান করতে জিজ্ঞেস করতে পারে। আমরা এ তথ্য আপনার পক্ষ হতে আবেদনকৃত তথ্য, পণ্য ও সেবা প্রদান করতে ব্যবহার করি। যেমন ধরুন, আর্থিক তথ্যাবলী আপনার পক্ষ হতে নির্দেশকৃত পণ্য ও পরিষেবার মূল্য পরিশোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার নাম ও ডাকঠিকানা ব্যতীত, যা এ ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশকৃত তৃতীয় কোন পক্ষ হতে ডাকযোগে কোন পণ্য প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, আমাদের সংগৃহীত সকল তথ্য প্রধানত Truth for Today-এর অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এবং বহিঃস্থ কোন গ্রুপ কিংবা প্রতিষ্ঠানের প্রতি প্রাপ্তিসিধ্য নয়।

আপনার ব্যক্তি সনাক্তকরণ ও জনতাত্ত্বিক তথ্য (যেমনঃ নাম, ডাকঠিকানা, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি) প্রদানের উপায় আছে। আমরা যেন আমাদের ব্যবহারকারীদের ব্যপারে ভালোভাবে ধারণা করতে পারি তা নিশ্চিত করতে আমরা আপনাকে এ তথ্য জমা দিতে উৎসাহিত করছি।

আপনি যদি এ ওয়েবসাইটে আপনার ব্যক্তি সনাক্তকরণ তথ্য প্রদান করে থাকেন, তথ্য সংগ্রহের কালে অন্যথায় নির্ধারিত না হয়ে থাকলে, আমরা এসকল তথ্য সক্রিয়ভাবে সংগৃহীত অন্য তথ্যের সাথে ব্যবহার করতে পারি।

আমরা আপনার ব্যক্তি সনাক্তকরণ তথ্য তৃতীয় পক্ষের কাছেও প্রকাশ করতে পারি, তবে শুধুমাত্রঃ

  1. আমাদের ব্যবসায় সহায়তাকারী ঠিকাদারদের (যেমনঃ গবেষণা সরবরাহকারী ও অযুক্তিগত সমর্থন প্রদানকারী) প্রতি, যে ক্ষেত্রে আমরা এসব তৃতীয় পক্ষ হতে এ তথ্য আমাদের গোপনীয়তা নীতিমালার অধীনে ব্যবহারে সম্মতি প্রদান এবং তা একই উদ্দেশ্যে ব্যবহার করতে বাধ্য করবো।
  2. আইন প্রণয়নকারী অনুরোধ কিংবা প্রযোজ্য আইন, আদালতের আদেশ কিংবা সরকারী বিধিমালা যেক্ষেত্রে বাধ্য করবে তার প্রতিক্রিয়াস্বরূপ।

এ গোপনীয়তা নীতিমালায় উল্লিখিত তথ্যের সংগ্রহ, ব্যবহার ও প্রকাশের ক্ষেত্রে এ তথ্য আপনার নিবাসিত দেশের বাইরে অবস্থিত বিচার ব্যবস্থায় হস্তান্তর হতে পারে, যেখানে ব্যক্তি সনাক্তকরণ তথ্য সংবলিত আইন ও বিধিমালা সমমানের নাও হতে পারে। আপনি এ তথ্য প্রদান করে এ গোপনীয়তার নীতিমালার অধীনে এমন সব হস্তান্তর ও প্রকাশে সম্মতি দান করছেন।

অনলাইন ট্র্যাকিং

আমাদের ওয়েবসাইট বর্তমানে “Do Not Track” সিগনাল কিংবা এরূপ অন্যান্য প্রক্রিয়ার প্রতি প্রতিক্রিয়া প্রদান করে না। “তথ্য ব্যবহার ও প্রকাশ” এবং “কুকি” অনুচ্ছেদের বর্ণনা অনুসারে আমাদের ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা বর্ধিত করায় সহায়তার জন্য ব্যবহৃত তৃতীয় পক্ষ ওয়েবসাইট ও অনলাইন পরিষেবাসমূহে আপনার কর্মকাণ্ড অনুসরণ করতে আমরা কিছু নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি।

প্রবেশাধিকার, ভূল সংশোধন ও তথ্য হাল নাগাদকরণ

আপনার ব্যক্তি সনাক্তকরণ তথ্য নির্ভূল, সমসাময়িক ও পরিপূর্ণ রাখতে অনুগ্রহ করে Truth for Today-কে দেয়া ফাইলে ওয়েবসাইটের যথাযথ ফর্মে আপনার সকল নবায়নকৃত যোগাযোগের তথ্য ও ব্যক্তি সনাক্তকরণ তথ্য পূরণ করে আপনার তথ্যাবলী হাল নাগাদ করুন।

উপাত্ত নিরাপত্তা

তথ্য প্রেরণের সময় এবং আমরা তা পাওয়ার পর, আমাদের প্রতি জমা দেয়া ব্যক্তিগত তথ্যাবলী ক্ষতি, অপব্যবহার ও অননুমোদিত অধিগমন, প্রকাশ, পরিবর্তন কিংবা বিনাশ থেকে নিরাপদ রাখতে আমরা সাধারণভাবে প্রচলিত এ খাতের নিরাপত্তা মান অনুসরণ করি। মনে রাখুন যে, কোন ইন্টারনেট সঞ্চারণই কখনো সম্পূর্ণভাবে নিরাপদ কিংবা ত্রুটিমুক্ত নয়। বিশেষত, এ সাইট থেকে কিংবা সাইটে প্রেরিত কোন ইমেইল নিরাপদ নাও হতে পারে। সুতরাং, যদিও আপনার তথ্যের নিরাপত্তা প্রদান করতে আমরা বানিজ্যিকভাবে গ্রহণযোগ্য উপায়সমূহ ব্যবহার করে থাকি আমরা তার সম্পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করতে পারছি না।

আপনার ব্যক্তিগত তথ্য (নাম, ইমেইল ঠিকানা ইত্যাদি) হাল নাগাদ করতে আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনার পাসওয়ার্ড গোপন ও নিরাপদে রাখুন; তা কারো সাথে শেয়ার করবেন না। ওয়েবসাইট সম্পর্কে আপনার নিরাপত্তাজনিত কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

ইমেইল

Truth for Today থেকে পাওয়া ইমেইলসমূহ শুধুমাত্র আপনি যখন ওয়েবসাইটে কোন কর্মকাণ্ড নির্বাহ করবেন তখন পেয়ে থাকবেন, যেমন কোন কোর্সে ভর্তির জন্য মূল্য পরিশোধ করা কিংবা কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে।

কুকি

কুকি লেখ্যপ্রমাণ রাখার উদ্দেশ্যে কোন ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষিত একটি ক্ষুদ্র টেক্সট ফাইল। আমরা আমাদের ওয়েবসাইটে কুকি ব্যবহার করে থাকি। আমরা কুকিতে সংরক্ষিত তথ্যসমূহ ওয়েবসাইট ব্যবহারকালে দাখিলকৃত আপনার কোন ব্যক্তি সনাক্তকরণ তথ্যের সঙ্গে সন্নিবদ্ধ করি না।

আমরা স্থায়ী কুকি ব্যবহার করে থাকি। স্থায়ী কুকি আপনার হার্ড ড্রাইভে দীর্ঘ মেয়াদী সময়ের জন্য অবস্থান করে। স্থায়ী কুকিসমূহ আপনার ইন্টারনেট ব্রাউজারের “সহায়তা” ফাইলে দেয়া নির্দেশনার অনুসরণ করে সরিয়ে ফেলতে পারেন।

কুকি প্রত্যাখ্যান করেও আপনি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, কিন্তু ওয়েবসাইটের কিছু কিছু স্থান ব্যবহারের ক্ষমতা আপনার জন্য সীমিত হবে। যেমন, কুকি সক্রিয় না করে কোন ব্যবহারকারী কোর্সে ভর্তি হতে কিংবা কোর্সের বিষয়বস্তু দেখতে লগ ইন করতে পারবে না।

নন-ইলেক্ট্রনিক যোগাযোগ

আমাদের পক্ষ হয়ে ডাকযোগে যোগাযোগের জন্য আমরা অন্য কোম্পানী নিযুক্ত করতে পারি। তারা তাদের দায়িত্ব পালনের প্রয়োজনে আমাদের প্রদত্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে, তবে অন্য কোন উদ্দেশ্যে তা ব্যবহার করতে পারবে না।

গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন

আমরা ওয়েবসাইটে এ বিবৃতির সংশোধিত সংস্করণ পোস্ট করার মাধ্যমে যে কোন সময় এ গোপনীয়তা নীতিমালা পরিবর্তন ও হাল নাগাদ করার অধিকার সংরক্ষণ করি। নিয়মিতভাবে এ নীতিমালা পরিদর্শন করুন। আমরা সংগ্রহকালে বর্ণিত নীতির চেয়ে ভিন্নভাবে ব্যক্তি সনাক্তকরণ তথ্য ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করলে তা হয়তো আমাদের প্রধান পৃষ্ঠা কিংবা ইমেইলের মাধ্যমে অবহিত করবো।

আমাদের সাথে যোগাযোগের উপায়

Truth for Today আপনার গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু আপনার গোপনীয়তা রক্ষা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ, তাই আমাদের গোপনীয়তা নীতিমালা সম্পর্কিত কোন উদ্বেগ সর্বদা আমাদের প্রতি দাখিল করতে পারেন। Truth for Today আপনার সকল যুক্তিসংগত উদ্বেগ ও অনুসন্ধানের ত্বরিত জবাব দেয়ার চেষ্টা করবে।

Truth for Today World Mission School, Inc.
P.O. Box 2044
Searcy, Arkansas
72145-2044, U.S.A.