ব্যবহারের নীতিমালা

ThroughTheScriptures.com (অথবা “ওয়েবসাইট”) এর সাথে সংশ্লিষ্ট কোন সফটওয়্যার, বিষয়বস্তু, ইন্টারেক্টিভ বৈশিষ্ট্য এবং অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করে ও অন্যদের ব্যবহার করতে অনুমোদন করার মাধ্যমে আপনি (অথবা “ব্যবহারকারী”) এ আইনি নীতিমালা ও শর্তসমূহে (অথবা “চুক্তি”) আবদ্ধ হতে সম্মতি জানাচ্ছেন। এ চুক্তির আওতায় ওয়েবসাইটের সাথে যে কোন উপায়ে যে ব্যক্তি যোগাযোগ বিনিময় করে থাকবেন তিনি ব্যবহারকারী হিসেবে গণ্য হবেন। আপনি যদি এ চুক্তির নীতিমালা ও শর্তের প্রতি সম্মতি প্রদান না করেন, তাহলে আপনি এ ওয়েবসাইট ব্যবহার করতে স্বত্ববান নন। আপনি যদি ওয়েবসাইট, ওয়েবসাইটের কোন উপাদান কিংবা এ চুক্তির কোন নীতিমালা ও শর্তের ব্যপারে অসন্তুষ্ট থাকেন তাহলে আপনি সম্মতি প্রদান করছেন যে, এ মূহুর্তে আপনার একমাত্র ও একান্ত প্রতিকার হচ্ছে এ ওয়েবসাইট ব্যবহার পরিত্যগ করা। আপনি স্বীকার করছেন যে, আপনার এ ওয়েবসাইট ব্যবহার একান্তই আপনার নিজ ঝুঁকির আওতায়। আপনি ঘোষণা করছেন যে, আপনি নিজের কিংবা অন্য কোন পক্ষের প্রতিনিধি হিসেবে এ চুক্তির সাথে সম্মতি প্রদানের আইনি পদাধিকার ও কর্তৃত্ব আপনার রয়েছে। এ চুক্তির কিছু শর্ত আপনার এ ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে; তবে প্রযোজ্য সকল শর্তাবলীই বাধ্যবাধকতাপূর্ণ। এ ওয়েবসাইটের বিধিসম্মত স্বত্বাধিকারী হিসেবে Truth for Today World Mission School, Inc. (অথবা “Truth for Today”) বিবেচ্য কোন পরিবর্তন ThroughTheScriptures.com ওয়েবসাইটে পোস্ট করার মাধ্যমে তার একান্ত ও অবাধ বিবেচনায় এ চুক্তির শর্তাবলী যেকোন সময় এবং সময়ে সময়ে আপনার প্রতি কোন পূর্ব-প্রজ্ঞাপন জারী না করে পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এমন যেকোন পরিবর্তন এখান থেকে অভিসম্বন্ধের মাধ্যমে সম্পূর্ণ হিসেবে এ চুক্তির সাথে নিগমবদ্ধ করা হলো।

সমাপন। এ চুক্তি সমাপ্তিকরণ পর্যন্ত কার্যকর থাকবে। তা Truth for Today-এর একান্ত বিবেচনার ওপর ভিত্তি করে ও কোন পূর্ব প্রজ্ঞাপনবিহীন কিংবা দুই পক্ষের মধ্যে লিখিত সম্মতির ওপর ভিত্তি করে নিরসন করা যাবে, তবে ব্যবহারকারীর দ্বারা এককভাবে নয়। Truth for Today কোন পূর্ব-প্রজ্ঞাপন জারী না করে তার একান্ত ও অবাধ্য বিবেচনায় ওয়েবসাইটে ব্যবহারকারীর প্রবেশাধিকার বাতিল, স্থগিত কিংবা বন্ধ করতে পারেন। Truth for Today এসকল কোন স্থগিতকরণ, বাতিলকরণ কিংবা নিরসন, অথবা এসবের প্রভাবস্বরূপ ব্যবসা কিংবা শিক্ষায় প্রতিবন্ধকতা, কোন উপাত্ত কিংবা সম্পত্তি হরণ, সম্পত্তির ক্ষতি কিংবা অন্য কোন অসচ্ছলতা, ক্ষয়ক্ষতি অথবা উপক্ষয়সহ তবে এসবের মধ্যে সীমাবদ্ধ নয় এমন বিষয়ের দায়ভার গ্রহণ করবে না। আপনি কিংবা অন্য কোন ব্যক্তি কিংবা ওয়েবসাইট ব্যবহারকারী কোন স্বত্বা যদি এ চুক্তির কোন শর্ত লঙ্ঘন করে থাকেন তাহলে Truth for Today এককভাবে ও কোন পূর্ব প্রজ্ঞাপনবিহীন এ চুক্তি ও ওয়েবসাইটে আপনার প্রবেশাধিকার নিরসন করে দিতে পারে। Truth for Today কোন নিরসনের ব্যাপারে আপনি এবং কোন তৃতীয় পক্ষের প্রতি দায়ভার গ্রহণ করবে না। নিরসনের পর ওয়েবসাইট ব্যবহারকারী হিসেবে আপনি কিংবা অন্য কোন ব্যক্তি কিংবা পক্ষ নিজ মূল্য ও ব্যয়ে ওয়েবসাইট ব্যবহার বন্ধ করতে বাধ্য হবেন।

হাল নাগাদকরণ। নিজ উপায়ে, সময়ে সময়ে, Truth for Today ওয়েবসাইটের হাল নাগাদকৃত সংস্করণ তৈরি করতে পারে। অন্যথায় সরাসরিভাবে বিবৃতি প্রদান না করা হলে, এ চুক্তির সংশোধন সহ Truth for Today-এর একান্ত বিবেচনায় এমন সকল আপডেট এ চুক্তির শর্তাবলীর আওতাধীন হিসেবে গণ্য হবে।

মালিকানাধীন বিষয়বস্তু। ডিজাইন, টেক্সট, গ্রাফিক্স, ছবি, ভিডিও, তথ্য, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, সংগীত, অডিও এবং অন্যান্য ফাইল ও তাদের নির্বাচন এবং বিন্যাস (অথবা “সাইট উপাদান”) ও সাইটে অন্তর্ভুক্ত কিংবা তার সাথে সম্পর্কিত সকল সফটওয়্যার ও বিষয়বস্তুসহ ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্তিসিধ্য সকল উপাদান কপিরাইট, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, প্যাটেন্ট, ট্রেড সিক্রেট কিংবা অন্যান্য মালিকানা অধিকার ও আইন দ্বারা সুরক্ষিত। আপনি এসব উপাদান কিংবা বিষয়বস্তু বিক্রয়, লাইসেন্স প্রদান, ভাড়া প্রদান, পরিবর্তন, বিতরণ, প্রতিলিপিকরণ, পুনরূৎপাদন, হস্তান্তর, প্রকাশ্যে প্রদর্শন, প্রকাশ্যে সম্পাদন, প্রচার, অভিযোজন, সম্পাদন কিংবা তা হতে উদ্ভূত পণ্য তৈরি না করতে সম্মতি জানাচ্ছেন। এখানে দেয়া ব্যতীত ওয়েবসাইটের কোন বিষয়বস্তুর সংগ্রহ, সংকলন, পুনঃসৃষ্টি, ডেটাবেজ কিংবা ডাইরেক্টরি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তৈরি কিংবা সংকলন করতে ওয়েবসাইট হতে নিয়মানুগভাবে উপাত্ত কিংবা অন্য কোন উপাদান উদ্ধার করা নিষিদ্ধ। এখানে সরাসরিভাবে অনুল্লিখিত কোন উদ্দেশ্যে ওয়েবসাইটের কোন উপাদান কিংবা বিষয়বস্তু ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্ভরতা পরিত্যাগনামা। এ ওয়েবসাইট সকল ত্রুটি নিয়ে ও কোন নির্ভরতা অঙ্গিকার না করে “যেভাবে রয়েছে” সেভাবে প্রকাশ করা হয়েছে। Truth for Today বিক্রয়যোগ্যতা, সন্তোষজনক শিল্পমান, বিশেষ কোন ক্ষেত্রে ব্যবহারের যোগ্যতা, নির্ভুলতা, স্বাধিকার চর্চা ও তৃতীয় কোন পক্ষের অলঙ্ঘন অধিকারের ব্যপারে নির্ভরপত্র সহ, তবে তন্মধ্যে সীমিত নয়, এ ওয়েবসাইট সংবলিত প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা সংবিধিবদ্ধ এমন সকল নির্ভরপত্র প্রত্যাখ্যান করছে। Truth for Today-এ ওয়েবসাইটের বিশেষ কোন সময়ে কিংবা স্থানে উপস্থিতি সংক্রান্ত, কোন বিচ্যুতি কিংবা ত্রুটি সংশোধন সংবলিত অথবা এর উপাদানসমূহে ভাইরাস কিংবা অন্যান্য ক্ষতিকারক বিষয়বস্তুর বিরুদ্ধে নিশ্চয়তাপত্র, নির্ভরপত্র কিংবা ঘোষণাপত্র প্রদান করে না। এ ওয়েবসাইটের গুণগত মান, ফলাফল ও কর্মক্ষমতা সংক্রান্ত সকল ঝুঁকির পাশাপাশি সব ধরণের পরিষেবা, মেরামত কিংবা ত্রুটি সংশোধনের সম্পূর্ণ ঝুঁকি ও খরচ নিজ দায়িত্বে বহন করবেন। Truth for Today, তার প্রতিনিধি কিংবা নিয়োজিত ব্যক্তি প্রদত্ত কোন মৌখিক কিংবা লিখিত তথ্য, উপদেশ, পরামর্শ কিংবা সুপারিশ কোনভাবেই কোন নির্ভরপত্র হিসেবে গণ্য হবে না কিংবা এ চুক্তির প্রসার বৃদ্ধি করবে না এবং আপনি এসকল তথ্য, উপদেশ, পরামর্শ কিংবা সুপারিশের ওপর নির্ভর করবেন না। কিছু বিচারব্যবস্থায় নির্দিষ্ট কয়েকটি ব্যপারে নির্ভরপত্র কিংবা ভোক্তা অধিকার বর্জন কিংবা সীমাবদ্ধতা গ্রহণযোগ্য নয়। সেসকল বিচারব্যবস্থায় প্রচলিত আইনের ব্যাপ্তির অধীনে আপনার এ ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে কিছু বর্জন কিংবা সীমাবদ্ধতা আপনার জন্য প্রযোজ্য হবে না।

দায়ভারের সীমাবদ্ধতা। আপনি সম্মতি প্রদান করছেন যে, এ ওয়েবসাইট ব্যবহার কিংবা ব্যবহারেরে অক্ষমতা থেকে উদিত, যেভাবেই হোক না কেন; কোন উপাত্তের অননুমোদিত বা দুর্ঘটনামূলক প্রবেশ কিংবা পরিবর্তন; তৃতীয় কোন পক্ষের কোন বিবৃতি কিংবা আচরণ; কিংবা এ ওয়েবসাইটের ব্যবহার সংক্রান্ত কোন ব্যপার; এবং Truth for Today উপদিষ্ট হওয়া সত্বেও এমন সম্ভাব্য সকল ক্ষয়ক্ষতি থেকে উদিত কিংবা এসবের সাথে সংক্রান্ত আর্থিক কিংবা মালামালের ক্ষয়ক্ষতি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, ব্যবসায়িক সুযোগ হাতছাড়া করা, উপাত্তের ক্ষয়ক্ষতি কিংবা অন্য কোন অসচ্ছলতা, ক্ষতি কিংবা ক্ষয়ক্ষতিসহ তন্মধ্যে সীমাবদ্ধহীনভাবে কোন পরোক্ষ, বিশিষ্ট, প্রভাবিত কিংবা আনুষঙ্গিক ক্ষতির জন্য Truth for Today এবং তার পরিচালকবৃন্দ, কর্মকর্তা, প্রতিনিধি , ঠিকাদার, অংশীদার ও কর্মচারীগণ দায়ী থাকবেন না। কিছু বিচারব্যবস্থায় নির্দিষ্ট কয়েকটি ব্যপারে প্রতিকার কিংবা ক্ষতিপূরণ বর্জন কিংবা সীমাবদ্ধতা গ্রহণযোগ্য নয়। সেসকল বিচারব্যবস্থায় প্রচলিত আইনের ব্যাপ্তির অধীনে আপনার এ ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে কিছু বর্জন কিংবা সীমাবদ্ধতা আপনার জন্য প্রযোজ্য হবে না।

নিরাপত্তাবিধান। আপনি, এ ওয়েবসাইটের একজন ব্যবহারকারী হিসেবে, এ চুক্তি অনুসারে, অথবা ব্যবহারকারী কিংবা অন্য কোন ক্রেতা, ব্যবহারকারী, শিক্ষার্থী বা অন্য কেউ দ্বারা এ ওয়েবসাইটের অধিকারভোগ, ব্যবহার কিংবা চালনা থেকে উদিত, অথবা এ চুক্তি অনুসারে এ ওয়েবসাইটের মাধ্যমে কোন তথ্য সঞ্চারণ কিংবা তার অক্ষমতা থেকে উদিত কোন ক্ষয়ক্ষতি, লোকসান কিংবা দায়ভারসহ তন্মধ্যে সীমাবদ্ধহীনভাবে যেকোন ক্ষতি, দায়ভার, দাবী, চাহিদা, ক্ষয়ক্ষতি, ব্যয় ও সমীচীন আইনজীবির খরচসহ অন্যান্য খরচ হতে Truth for Today, তার সহায়ক প্রতিষ্ঠান, সংযুক্ত প্রতিষ্ঠান, অভিভাবক প্রতিষ্ঠান, উত্তরাধিকারী এবং/কিংবা নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান ও তাদের পরিচালকবৃন্দ, কর্মকর্তা, প্রতিনিধি , ঠিকাদার, অংশীদার ও কর্মচারীগণদের নিরাপত্তাবিধান প্রদান করে নির্দোষ হিসেবে ঘোষণা দিতে সম্মতি জানাচ্ছেন।

নিয়ামক আইন ও বিতর্ক। এ চুক্তি আরক্যান্সাস রাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের অধীনে শাসিত হবে। আপনি অনুধাবন করে সম্মতি জানাচ্ছেন যে এ ওয়েবসাইট ব্যবহারে আন্তরাজ্যীয় উপাত্ত সঞ্চারণ জড়িত থাকতে পারে, যা যুক্তরাষ্ট্রীয় আইনের অধীনে আন্তরাজ্য বাণিজ্যিক লেনদেন হিসেবে গণ্য হতে পারে। এ চুক্তি হতে উদিত কিংবা তার আওতায় দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে অমীমাংসিত কোন বিতর্ক কিংবা দাবি থাকলে যুক্তরাষ্ট্রের আরক্যান্সাস রাজ্যে অবস্থিত উভয় পক্ষের সম্মতিতে একজন মধ্যস্থতাকারীর পরিচালনায় উভয় পক্ষই উল্লেখযোগ্য বিশ্বস্ততার সাথে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবে। এ চুক্তি কিংবা ওয়েবসাইট সংবলিত কোন আইনানুগ কার্যক্রমের সূত্রপাত হলে তার স্থান হবে আরক্যান্সাসের হোয়াইট কাউন্টির রাজ্য আদালত অথবা আরক্যান্সাসের পূর্ব জেলার যুক্তরাষ্ট্র জেলা আদালত। ব্যবহারকারী স্পষ্টভাবে অযোগ্য আদালতের (ফোরাম নন কনভেনিয়েন্স) ব্যপারে দাবি পরিত্যাগ করবেন।

পরিপূর্ণ চুক্তি। এ চুক্তিটি এখানে উল্লিখিত বিষয়গুলোর ব্যপারে Truth for Today ও ব্যবহারকারীর মধ্যে স্বয়ং সম্পূর্ণ চুক্তি এবং যদি থেকে থাকে এ চুক্তির বিষয়বস্তুর ব্যপারে ইতিপূর্বের কোন মৌখিক কিংবা লিখিত সকল মতমিল, প্রতিশ্রুতি ও কর্মভার রহিত করে। Truth for Today পক্ষ হতে লিখিতভাবে নির্বাহিত ও অনুমোদিত না হলে এ চুক্তির কোন অংশে কোন পরিবর্তন, সংশোধন, দাবিত্যাগ, অবসান কিংবা দায়মুক্তি আরোপযোগ্য হবে না।

মালিকানা। এ ওয়েবসাইট ও Truth for Today প্রদত্ত সংশ্লিষ্ট বিষয়বস্তু একমাত্র Truth for Today-এর মালিকানাধীন বা তার অধিকারভুক্ত লাইসেন্সকৃত সম্পত্তি। এ ওয়েবসাইট এ চুক্তির শর্তসমূহের অধীনে আপনার প্রতি লাইসেন্সকৃত হয়েছে, বিক্রি নয়। Truth for Today এ ওয়েবসাইটের কোন খেতাব, স্বত্ত্বাধিকার কিংবা অধিকার বিক্রি, সমর্পণ, হস্তান্তর কিংবা নিয়োগ করে না। আপনি এ ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে, এ চুক্তির শর্তসমূহ মোতাবেক, এ ওয়েবসাইট এবং তাতে অন্তর্ভুক্ত তৃতীয় পক্ষের মালিকানাধীন কোন সফটওয়্যার কিংবা অন্যান্য বিষয়বস্তু ব্যবহারের অবর্জনকর, হস্তান্তরের অযোগ্য লাইসেন্স ধারনে মাত্র সম্মতি প্রদান করছেন। Truth for Today এ ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সকল বিষয়বস্তুর (কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক ও সার্ভিস মার্ক এবং অন্যান্য সকল বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারসহ তন্মধ্যে সীমাবদ্ধহীনভাবে) সকল প্রযোজ্য স্বত্ত্বাধিকার, খেতাব ও অধিকার সংরক্ষণ ও ধারণ করে। এ পণ্যের জন্য পরিশোধকৃত কোন পারিশ্রমিক এ ওয়েবসাইট ব্যবহারের বিনিময়ে লাইসেন্স মূল্য হিসেবে গণ্য হবে।

ব্যবহার।

  1. এ চুক্তির মাধ্যমে প্রদত্ত Truth for Today-এর লিখিত কোন পূর্ব অনুমোদন ব্যতীত এ ওয়েবসাইট কিংবা তার কোন অংশের অনুলিপি, পুনরোৎপাদন, প্রতিলিপি তৈরি, অনুবাদ, পশ্চাদোদ্ভাবন, অভিযোজন, পশ্চাদসংকলন, বিচ্ছিন্নকরণ, পশ্চাদসন্নিবেশন, পরিবর্তন কিংবা পুননির্মাণ সরাসরিভাবে নিষিদ্ধ। এ ওয়েবসাইট কিংবা তার যেকোন অংশ কোন কম্পিউটার প্রোগ্রামের সাথে সংযুক্ত কিংবা অন্তর্ভুক্ত করে তা থেকে কোন নবোৎপন্ন পণ্য কিংবা প্রোগ্রাম তৈরিও Truth for Today প্রদত্ত পূর্ব অনুমোদন ব্যতীত সরাসরিভাবে নিষিদ্ধ।
  2. এ ওয়েবসাইটের কোন অংশের পুনরোৎপাদন, প্রতিলিপি তৈরি, অভিযোজন, কিংবা অন্যথায় ব্যবহারের জন্য অনুমতির আবেদনসমূহ এ চুক্তির শেষে প্রদত্ত ঠিকানায় লিখিতভাবে দাখিল করতে হবে। প্রদত্ত কোন অনুমতি Truth for Today’র একান্ত, অবাধ ও স্বতন্ত্র বিবেচনায় গণ্য হবে।
  3. এ ওয়েবসাইট কিংবা তার কোন অংশ কোন উদ্দেশ্যেই ভাড়া প্রদান, লীজ প্রদান, বিক্রয়, অর্পণ, হস্তান্তর, পুনঃঅনুমোদন, উপ-অনুমোদন কিংবা বহন করা যাবে না। ভাড়া প্রদান, লীজ প্রদান, বিক্রয়, অর্পণ, হস্তান্তর, পুনঃঅনুমোদন, উপ-অনুমোদন, বহন, উপহারস্বরূপ কিংবা অন্য রূপে এ চুক্তি লঙ্ঘন করে এ ওয়েবসাইটের সেবাসমূহ প্রদানের যেকোন চেষ্টা সম্পূর্ণ অকার্যকর ও বাতিল হিসেবে গণ্য হবে। এ চুক্তি লঙ্ঘন করে কিংবা লঙ্ঘন প্রতিরোধে ব্যর্থ  এমন কর্মকান্ড নাগরিক এবং/অথবা ফৌজদারি আদালতে সোপর্দিত হতে পারে।
  4. Truth for Today’র অধীনস্থ সত্তাদের মালিকানাধীন ব্যতীত ও এ ওয়েবসাইটের সঙ্গে কিংবা তন্মধ্যে অন্তর্ভুক্ত কোন প্রোগ্রাম কিংবা সফটওয়্যার (অথবা “তৃতীয় পক্ষের সফটওয়্যার”) ও এসবের ব্যবহার এ চুক্তির অধীনস্থ এবং শাসনাধীন। এ ওয়েবসাইটের অভিপ্রেত ব্যবহারের সাথে মানানসই নয় এমন উদ্দেশ্যে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার করা নিষিদ্ধ।

তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও উপাদান। এ ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের (অথবা “তৃতীয় পক্ষের ওয়েবসাইট”) লিঙ্কের পাশাপাশি (কিংবা তার মাধ্যমে আপনার প্রতি প্রেরিত) তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন কিংবা তা হতে উদিত প্রবন্ধ, ছবি, টেক্সট, গ্রাফিক্স, চিত্র, ডিজাইন, সংগীত, অডিও, ভিডিও, তথ্য, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ও অন্যান্য উপাদান কিংবা প্রকরণ (অথবা “তৃতীয় পক্ষের উপাদান”) থাকতে পারে। Truth for Today এসকল তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও তৃতীয় পক্ষের উপাদানসমূহের যথার্থতা, সুসংগতি কিংবা পূর্ণাঙ্গতা পরিদর্শন করে না। Truth for Today সাইট উপাদান, যথার্থতা, অবমাননাকারী উপাদান, অভিমত, নির্ভরযোগ্যতা, গোপনীয়তা চর্চা কিংবা তৃতীয় পক্ষের ওয়েবসাইটে বা তৃতীয় পক্ষের উপাদানের অন্তর্ভুক্ত অন্যান্য নীতিমালাসহ এ ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের পর কিংবা এ ওয়েবসাইট হতে বা এর মাধ্যমে তৃতীয় পক্ষের পোস্টকৃত, প্রাপ্তিসিধ্য কিংবা ইনস্টলকৃত কোন উপাদানের জন্য দায়ী থাকবে না। কোন তৃতীয় পক্ষের ওয়েবসাইট কিংবা তৃতীয় পক্ষের উপাদান অন্তর্ভুক্ত করা, তার প্রতি লিঙ্ক সংযোজন করা কিংবা তার ব্যবহার বা ইনস্টল করা Truth for Today’র অনুমোদন কিংবা সাব্যস্তকরণের ইঙ্গিত বহণ করে না। যদিও কিছু কম্পিউটার নির্দিষ্ট তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশাধিকার প্রতিরোধ করতে ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করে থাকতে পারে, Truth for Today এ ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও তৃতীয় পক্ষের উপাদানে প্রবেশাধিকারের জন্য কোন প্রকার দায়িত্ব কিংবা দায়ভার গ্রহণ করবে না।

ওয়েবসাইট নীতিমালা, পরিবর্তন ও বিচ্ছেদ

অনুগ্রহ করে এ ওয়েবসাইটে পোস্টকৃত আমাদের অন্যান্য নীতিমালা, যেমন আমাদের গোপনীয়তা নীতিমালা, পর্যালোচনা করুন। Truth for Today যেকোন সময় এ ওয়েবসাইট, নীতিমালা ও ব্যবহারের শর্তাবলী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। এ ওয়েবসাইটের শর্তাবলী কিংবা নীতিমালার কোন বিধান যদি অকার্যকর, বাতিল কিংবা অন্য কোন কারণে অপ্রয়োগযোগ্য হয়ে থাকে, তাহলে সে নির্দিষ্ট বিধানটি বিচ্ছিন্ন হিসেবে গণ্য হবে এবং তা অবশিষ্ট বিধানসমুহের কার্যকারীতা ও প্রয়োগযোগ্যতার ওপর কোন প্রভাব ফেলবে না।

যোগাযোগ

এ ওয়েবসাইটের শর্তাবলী ও নীতিমালা সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নিম্নের ঠিকানায় যোগাযোগ করুনঃ

Truth for Today World Mission School, Inc.
P.O. Box 2044
Searcy, Arkansas
72145-2044, U.S.A.