মার্ক ৯-১৬
সুসমাচার পাঠ করলে আমাদের সর্বদাই উদ্দীপ্ত হওয়া উচিত। সুসমাচার বিবরণ সম্পর্কে জ্ঞান প্রাপ্তি ছাড়া যীশুর মনের গভীরে নিমজ্জিত হওয়ার আমাদের আর কোনো উপায় নেই। প্রভুর জীবনের এই নথি নতুন আলো অর্জনের এক শক্তিশালী মাধ্যম এবং নবলব্ধ আত্মিক জ্ঞানের দ্বারা পুলকিত হওয়ারও মাধ্যম।
মার্ক যীশুকে একজন নিম্নস্তরের দাস হিসাবে উপস্থাপিত করেছিলেন, যিনি কথার থেকেও বেশি কাজের মানুষ। অতএব, যীশুর জীবন এবং সেবাকার্যের এই নথিতে তাঁর শিক্ষা নয়, তাঁর কর্মকাণ্ডই বেশি প্রাধান্য পেয়েছে।
মার্ক-এর সুসমাচার বিবরণের সতর্ক অধ্যয়ন আপনার এবং অন্যান্যদের জীবনকে পরিবর্তিত করবে। আমাদের প্রভুর জীবনের এই বিবরণে বর্ণিত বার্তা আপনার হৃদয় বিদীর্ণ করে ঐশ্বরিক জীবন যাপনের আবেগ সঞ্চারিত করতে এবং শুভ সংবাদ অন্যান্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা জাগাতে পারে। মারতেল পেস (Martel Pace)