মথি ১ – ১৩
মথি লিখিত সুসমাচার, যীশু খ্রীষ্ট, রাজা, যিনি এসেছিলেন পুরাতন নিয়মের প্রতিজ্ঞা এবং ভাব্বানি পূর্ণ করতে, তাঁর পরিচিতি দিয়ে নূতন নিয়মের সূচনা করেছেন । মথি সম্বন্ধিত এই পাঠের প্রথমার্ধে, সেলার্স এস ক্রেন, জুনিয়র, রাজার জন্মের এবং রাজ্যের আগমন সংক্রান্ত তার শিক্ষার পারিপার্শ্বিক ঘটনাগুলি নিরীক্ষণ করেছেন । তিনি দেখিয়েছেন কিভাবে যীশুর প্রতি মানুষের প্রতিক্রিয়া এক আলোড়নে পরিণত হয়েছিল । এর ফলাফলগুলি পরবর্তী মথি ১৪-২৮ অধ্যায়ের পাঠে দেওয়া হয়েছে ।