মথি ১৪ – ২৮
মথি লিখিত সুসমাচার, যীশু খ্রীষ্ট, যিনি এসেছিলেন পুরাতন নিয়মের প্রতিজ্ঞা এবং ভাব্বানি পূর্ণ করতে, তাঁর পরিচিতি দিয়ে নূতন নিয়মের সূচনা করেছেন । যারা যীশুকে গ্রহণ করেছিলেন, তাঁরা তাঁর রাজত্বকে ভুল বুঝেছিলেন, এবং যারা তাঁকে প্রত্যাখ্যান করেছিল, তারা তাঁকে হত্যা করেছিল কারণ তিনি নিজেকে যিহূদীদের রাজা বলে দাবী করেছিলেন । এই পাঠের দ্বিতীয়ার্ধে, সেলার্স এস ক্রেন, জুনিয়র, দেখিয়েছেন যে পাপের এবং মৃত্যুর উপর যীশুর বিজয়ের দ্বারা, যীশুর দাবী সুপ্রতিষ্ঠিত হয়েছিল ।