১ ও ২ তিমথীয় ও তীত
পৌল যখন তাঁর জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছালেন তখন তিনি বিশ্বাসে তাঁর “বৎস” ত্তীমথিয় ও তীতের প্রতি লিখলেন। পরিপক্ক এই প্রেরিত চেয়েছিলেন এই যুবা সুসমাচার প্রচারকদের ইফিষে এবং ক্রীতীতে তাঁদের নিজ নিজ পরিচর্যায় উৎসাহ দেওয়ার জন্য এবং স্বর্গীয় পথ প্রদর্শন ক্র৫য়ার জন্য। তিনি চেয়েছিলেন যেন তাঁরা প্রভুর মণ্ডলীতে কার্যকর ভাবে আরও অধিক ফলপ্রসূ পরিচর্যা করেন এবং এবং তাঁরা যেন কখনো সত্যের প্রচার করা এবং ভ্রান্তির খণ্ডন করা ছেড়ে না দেন। তিনি আরও গুরুত্ব আরোপ করলেন যেন কিভাবে খ্রীষ্টিয়ান জীবন যাপন করতে হয় সেই সম্পর্কে এই নির্দেশাবলী ছিল স্বর্গীয় ভাবে অনুপ্রাণিত। পৌল সেই দয়ার উপরে গুরুত্ব আরোপ করলেন যেটি ঈশ্বর তাঁকে দিয়েছেন, এবং এই চিন্তা ব্যক্ত করলেন যেন ভ্রাতৃগণ সত্যকে সুরক্ষিত, সংরক্ষিত করে ও সেগুলির অভ্যাস করা।