ইফিষীয় এবং ফিলিপীয়
ইফিষ্যদের প্রতি পৌলের পত্রটি মহান আত্মিক আশীর্বাদের বিষয়ে ব্যাখ্যা করে, “খ্রীষ্টে” যেগুলি থাকে খ্রীষ্টিয়ানদের জন্য। এটি গুরুত্ব আরোপ করে যে, আমাদের প্রভু, পিতার দক্ষিণ পার্শ্বে মহিমান্বিত হয়েছেন, তাঁর মণ্ডলীর মস্তক রূপে রাজত্ব করছেন। এই এক দেহের মধ্যে আছে বিবিধ সদস্যগণ, যাদের আহ্বান করা হয়েছে বিশ্বাসের ঐক্যে এবং এক জীবনশৈলীতে যেটি ঈশ্বরের অনুকরণ করে। এই পত্রটি আমাদের আরও স্মরণ করিয়ে দেয় যে, আমরা একটি আত্মিক যুদ্ধে রত আছি যেটির জন্য ঈশ্বরের সম্পূর্ণ রণসজ্জার ও সজাগ থাকার আবশ্যকতা আছে।
ফিলিপীয়দের প্রতি পত্রটি সেই সকল খ্রীষ্টিয়ানদের প্রশংসা করে, সুসমাচারের প্রচারের সঙ্গে যাদের সহভাগিতা থাকে। বিশ্বাসীদের প্রতি পৌলের আহ্বান হল যেন তারা একই পবিত্র আত্মায় ঐক্যবদ্ধ হয়ে, স্বর্গপূরীর প্রজা রূপে জীবন যাপন করে। এই ঐক্য আসে খ্রীষ্টের অনুকরণ করার মাধ্যমে, মানব দেহ ধারণ করে ও পৃথিবীতে এসে যিনি বিনম্রতার নিদর্শন হয়েছেন। খ্রীষ্টের মতো আমাদেরও মহিমান্বিত হওয়ার পূর্বে যাতনা ও তাড়না ভোগ করতে হবে।
জে লোখার্ট এবং ডেভিড এল রোপার বহু বৎসরের অধ্যায়ন থেকে পরিচর্যা থেকে বিষয়গুলি গ্রহণ করেছেন, যেন তাঁদের পাঠকদের আহ্বান করতে পারেন এই পত্রগুলি বিবেচনা করে দেখার জন্য। এই পাঠ থেকে ঈশ্বরের বাক্যের সকল পাঠক উপকৃত হবেন।