প্রেরিত ১-১৪
প্রেরিত পুস্তকটি অন্তর্ভুক্ত করেছে খ্রীষ্টিয়ান ধর্মের প্রথম ত্রিশ বৎসর এবং তাই, এটির অনুপ্রাণিত পথনির্দেশ দ্বারা, আজকের দিনে মণ্ডলীর প্রতি ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করে। প্রেরিত ১-১৪ অধ্যায়ে, ডেভিড এল রোপার, মুক্তি দাতার উর্দ্ধে নীত হওয়া থেকে শুরু করে পৌলের প্রথম প্রচার যাত্রায় সমাপ্ত করার দ্বারা, আমাদের নিয়ে যান মণ্ডলীর প্রথম শতাব্দীর মধ্যে দিয়ে । প্রেরিত ১৫-২৮ অধ্যায়ের পরবর্তী পাঠে, তিনি যিরূশালেম মহাসভা থেকে শুরু করেন এবং পাঠককে নিয়ে যান রোমে পৌলের পরিচর্য্যা পর্য্যন্ত ।