মার্ক ১-৮

এ কোযখনই আমরা সুসমাচারগুলি পাঠ করি, তখনই আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত। সুসমাচারের বিবরণের জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই যার দ্বারা আমরা যীশুর মনের গভীরের ভাব জানতে পারি। আমাদের প্রভুর জীবনের এই বিবরণগুলি আমাদের নতুন আধ্যাত্মিক জ্ঞানের নতুন উপলব্ধি লাভ করার এবং তার বিধয়ে আনন্দ করার একটি শক্তিশালী মাধ্যম।

মার্ক যীশুকে একজন নম্র দাসরূপে উপস্থাপন করেছেন, এমন একজন মানুষের রূপে যিনি কথার চেয়ে কর্মে বিশ্বাসী। সুতরাং, এই বর্ণনাটিতে যীশুর জীবন ও পরিচর্যার মধ্যে, তাঁর শিক্ষার তুলনায় তাঁর কৃতি প্রাধান্য লাভ করেছে।

মনোযোগ সহকারে মার্ক রচিত সুসমাচারের অধ্যয়ন, আপনার এবং অন্যেদের জীবন পরিবর্তন করতে সক্ষম। আমাদের প্রভুর জীবনর ব্যাখ্যায় পাওয়া এই বার্তাগুলি আমাদের হৃদয়কে বিদ্ধ করে যেন আমরা ধার্মিক জীবন যাপন করি এবং অন্যেদেরকে মঙ্গল সমাচারের সম্পর্কে বলি। মারতেল পেস (Martel Pace)


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

মার্ক ১-৮ রচিত মারতেল পেস (Martel Pace) বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।