খ্রীষ্টের জীবনী, ১
সুসমাচারের বিবরণ পাঠ করে প্রতিটি খ্রীষ্টিয়ান রোমাঞ্চিত হবেন । যীশুর জীবনের ঘটনাগুলিকে, সেগুলির সঠিক ক্রমানুসারে সাজিয়ে, ডেভিড এল রোপার, আমাদের নিয়ে যান শিক্ষার এমন এক অভিজ্ঞতায়, যেখানে যীশুর নথিভুক্ত জীবনের প্রতিটি অংশ তুলে ধরা হয়েছে, যেগুলির দ্বারা দৈনিক ব্যবহারিক জীবন বোনা হয়েছিল, তাঁর এমন সকল বাক্য, কথোপকথন, এবং কাজগুলি, যেগুলি পাঠক কে আহ্বান করে, খ্রীষ্ট যে ভাবে জীবন যাপন করেছিলেন, সেই ভাবে জীবন যাপন করার জন্য । খ্রীষ্টের জীবন দ্বারা, রোপার, পলেষ্টিয়ের ভৌগলিক তথ্যের মাধ্যমে, সেখানকার অধিবাসীদের রীতি নীতি এবং পরম্পরার মাধ্যমে এবং যীশুর চারিদিকের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বাক্যালাপের চিত্রনের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত করেছেন । এই পাঠ্যক্রম, কেবল মাত্র পিতার কাছ থেকে নিয়ে আসা খ্রীষ্টের সমাচার নয়, কিন্তু এটি আমাদের সামনে তুলে ধরে সেই সকল দৃশ্য এবং ধ্বনি, সেখানকার ধুলি এবং জীবন যাপনের পরিস্থিতি, দিন এবং রাত্রি, যেগুলি খ্রীষ্টের জীবনের পরিবেশ সৃষ্টি করেছিল । যে কোন ব্যক্তি এই পাঠ্যক্রম এবং এর পরবর্তী পাঠ্যক্রম মনোযোগ সহকারে পড়বেন, তিনি আর সেই একই ব্যক্তি থাকবেন না । এমন ব্যক্তি কে আছেন, যিনি যীশুর সঙ্গে পথ চলার পর, তাঁর শিক্ষা শোনার পর, মানুষদের প্রতি তাঁর আচার আচরণ দেখার পর, এবং তাঁর মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষ্য হওয়ার পরও পরিবর্তিত না হয়ে থাকতে পারবেন !