খ্রীষ্টের জীবনী, ১

সুসমাচারের বিবরণ পাঠ করে প্রতিটি খ্রীষ্টিয়ান রোমাঞ্চিত হবেন । যীশুর জীবনের ঘটনাগুলিকে, সেগুলির সঠিক ক্রমানুসারে সাজিয়ে, ডেভিড এল রোপার, আমাদের নিয়ে যান শিক্ষার এমন এক অভিজ্ঞতায়, যেখানে যীশুর নথিভুক্ত জীবনের প্রতিটি অংশ তুলে ধরা হয়েছে, যেগুলির দ্বারা দৈনিক ব্যবহারিক জীবন বোনা হয়েছিল, তাঁর এমন সকল বাক্য, কথোপকথন, এবং কাজগুলি, যেগুলি পাঠক কে আহ্বান করে, খ্রীষ্ট যে ভাবে জীবন যাপন করেছিলেন, সেই ভাবে জীবন যাপন করার জন্য । খ্রীষ্টের জীবন দ্বারা, রোপার, পলেষ্টিয়ের ভৌগলিক তথ্যের মাধ্যমে, সেখানকার অধিবাসীদের রীতি নীতি এবং পরম্পরার মাধ্যমে এবং যীশুর চারিদিকের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বাক্যালাপের চিত্রনের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত করেছেন । এই পাঠ্যক্রম, কেবল মাত্র পিতার কাছ থেকে নিয়ে আসা খ্রীষ্টের সমাচার নয়, কিন্তু এটি আমাদের সামনে তুলে ধরে সেই সকল দৃশ্য এবং ধ্বনি, সেখানকার ধুলি এবং জীবন যাপনের পরিস্থিতি, দিন এবং রাত্রি, যেগুলি খ্রীষ্টের জীবনের পরিবেশ সৃষ্টি করেছিল । যে কোন ব্যক্তি এই পাঠ্যক্রম এবং এর পরবর্তী পাঠ্যক্রম মনোযোগ সহকারে পড়বেন, তিনি আর সেই একই ব্যক্তি থাকবেন না । এমন ব্যক্তি কে আছেন, যিনি যীশুর সঙ্গে পথ চলার পর, তাঁর শিক্ষা শোনার পর, মানুষদের প্রতি তাঁর আচার আচরণ দেখার পর, এবং তাঁর মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষ্য হওয়ার পরও পরিবর্তিত না হয়ে থাকতে পারবেন !


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

খ্রীষ্টের জীবনী, ১ রচিত ডেভিড এল রোপার বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।

পাঠকালীন উপকরণ

আপনার জ্ঞানার্জনকে পরিপক্ক করতে এ কোর্সের সাথে অধ্যয়নের জন্য বাড়তি বিষয়বস্তু রয়েছে।