খ্রীষ্টের জীবনী ২
সুসমাচার অধ্যায়ন করে প্রত্যেক খ্রীষ্টিয়ানের অত্যন্ত আনন্দিত হওয়া উচিত । যীশুর জীবনের ঘটনাগুলিকে, সেগুলি যেভাবে ঘটেছিল সেই ক্রমানুসারে সাজিয়ে, ডেভিড এল রোপার আমাদের নিয়ে যান একটি শিক্ষার অভিজ্ঞতার মধ্যে, যেখানে যীশুর নথিভুক্ত জীবনের প্রতিটি অংশ দেখা হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে তাঁর বাক্য, আলোচনা এবং কার্য্য সকল, দৈনন্দিন জীবন যাত্রা সহ, যেগুলির মধ্যে বোনা আছে বিভিন্ন আহ্বান যেভাবে পাঠককে জীবন যাপন করতে হবে, যেমন খ্রীষ্ট জীবন যাপন করেছিলেন । প্যালেস্টাইনের ভূগোল, সেখানকার লোকদের রীতি নীতি, এবং বিভিন্ন দলের লোকদের, যারা যীশুকে ঘিরে থাকতো, তাদের বাক্য, আলোচনা এবং চিত্র সহ, খ্রীষ্টের জীবনকে রোপার আমাদের হৃদয়ে জ্বালিয়ে দেন । এই পাঠটি কেবল মাত্র পিতার কাছ থেকে নিয়ে আসা, খ্রীষ্টের সমাচার আমাদের সামনে নিয়ে আসে না, কিন্তু নিয়ে আসে সেগুলির দৃশ্য এবং আওয়াজ, সেখানকার ধুলি এবং জীবন যাত্রার পরিস্থিতি, দিন এবং রাত্রি যেগুলি তাঁর জীবনের সম্পূর্ণ আবহাওয়ার সৃষ্টি করেছিল । যে কেউ মনোযোগ সহকারে এই দুই ভাগের পাঠ পড়বেন, তিনি আর সেই একই ব্যক্তি থাকবেন না । যীশুর সঙ্গে চলার পর, তাঁর শিক্ষা শোনার পর, তাঁর সময়কার লোকদের সঙ্গে তাঁর ব্যবহার লক্ষ্য করার পর, এবং তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের সাক্ষ্য হওয়ার পর, কে অপরিবর্তিত থাকতে পারে !