যোহন ১-১২

সুসমাচারগুলির মধ্যে যোহন অনন্য। সারসংক্ষেপিত সুসমাচারগুলির থেকে পৃথক হয়ে যোহন কিছু গুরুত্বপূর্ণ ঘটনাকে বাদ দিয়েছেন, যেমন, যীশুর কুমারীগর্ভে জন্ম, প্রলোভন, এবং রূপান্তর এবং তাঁর সর্বজনীন উপদেশের পরিবর্তে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের উপর অধিক মনোনিবেশ করেছেন। ডেভিড এল লাইপ (David L. Lipe) বিস্তারিত বিবরণের উপর এক পাঠযোগ্য অথচ সুগভীর দৃষ্টিপাত করেছেন যা প্রকাশ করে যে সেই পাঠ্য একজন প্রত্যক্ষদর্শীর দ্বারা রচিত

তিনি যীশুর সাতটি “আমিই” বিবৃতিকে এবং যোহনে নথিবদ্ধ সাতটি “চিহ্নকার্য”-কে প্রাধান্য দিয়েছেন। এই বিবরণ সেই ব্যক্তির উপর এক ব্যক্তিগত দৃষ্টিপাতের সুযোগ দেয় যিনি মাংসরূপে অবতীর্ণ হয়েছিলেন যাতে তিনি আমাদের জীবনদানের জন্য মৃত্যুবরণ করতে পারেন।


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

যোহন ১-১২ রচিত ডেভিড এল লাইপ (David L. Lipe) বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।