যোহন ১-১২
সুসমাচারগুলির মধ্যে যোহন অনন্য। সারসংক্ষেপিত সুসমাচারগুলির থেকে পৃথক হয়ে যোহন কিছু গুরুত্বপূর্ণ ঘটনাকে বাদ দিয়েছেন, যেমন, যীশুর কুমারীগর্ভে জন্ম, প্রলোভন, এবং রূপান্তর এবং তাঁর সর্বজনীন উপদেশের পরিবর্তে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের উপর অধিক মনোনিবেশ করেছেন। ডেভিড এল লাইপ (David L. Lipe) বিস্তারিত বিবরণের উপর এক পাঠযোগ্য অথচ সুগভীর দৃষ্টিপাত করেছেন যা প্রকাশ করে যে সেই পাঠ্য একজন প্রত্যক্ষদর্শীর দ্বারা রচিত
তিনি যীশুর সাতটি “আমিই” বিবৃতিকে এবং যোহনে নথিবদ্ধ সাতটি “চিহ্নকার্য”-কে প্রাধান্য দিয়েছেন। এই বিবরণ সেই ব্যক্তির উপর এক ব্যক্তিগত দৃষ্টিপাতের সুযোগ দেয় যিনি মাংসরূপে অবতীর্ণ হয়েছিলেন যাতে তিনি আমাদের জীবনদানের জন্য মৃত্যুবরণ করতে পারেন।