রোমীয় ১ – ৭

রোমীয় খ্রীষ্টিয়ানদের প্রতি এই অনুপ্রাণিত পত্রখানি ব্যাখ্যা করে যে, মোশির দেওয়া ব্যবস্থা পালনের দ্বারা অথবা ব্যক্তিগত কৃতিত্ব অথবা উত্তমতার কারণে পরিত্রাণ লাভ হয় না। পৌল ব্যাখ্যা করলেন, যে কেউ পরিত্রাণ লাভ করতে পারে – কিন্তু কেবল মাত্র ঈশ্বরের অনুগ্রহের দ্বারা – যেটি তাদের উপরে বর্ষণ করা হয় যারা তাঁর আজ্ঞা পালন করে এবং বিশ্বাসে জীবন যাপন করে। ডেভিড এল রোপের, আজকের দিনের মানুষের জন্য অতি আবশ্যক এই বক্তব্যকে মনোযোগ সহকারে পরীক্ষা করেছেন এবং সেই ভাবে এটির উপস্থাপন করেছেন, যেন মানুষের পক্ষে সেটি বোঝা সহজ হয়, এবং অন্যদেরও সেটি জানানো যায়।


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

রোমীয় ১-৭ রচিত ডেভিড এল রোপার বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।