রোমীয় ১ – ৭
রোমীয় খ্রীষ্টিয়ানদের প্রতি এই অনুপ্রাণিত পত্রখানি ব্যাখ্যা করে যে, মোশির দেওয়া ব্যবস্থা পালনের দ্বারা অথবা ব্যক্তিগত কৃতিত্ব অথবা উত্তমতার কারণে পরিত্রাণ লাভ হয় না। পৌল ব্যাখ্যা করলেন, যে কেউ পরিত্রাণ লাভ করতে পারে – কিন্তু কেবল মাত্র ঈশ্বরের অনুগ্রহের দ্বারা – যেটি তাদের উপরে বর্ষণ করা হয় যারা তাঁর আজ্ঞা পালন করে এবং বিশ্বাসে জীবন যাপন করে। ডেভিড এল রোপের, আজকের দিনের মানুষের জন্য অতি আবশ্যক এই বক্তব্যকে মনোযোগ সহকারে পরীক্ষা করেছেন এবং সেই ভাবে এটির উপস্থাপন করেছেন, যেন মানুষের পক্ষে সেটি বোঝা সহজ হয়, এবং অন্যদেরও সেটি জানানো যায়।