১ করিন্থীয়

করিন্থের প্রথম শতাব্দীর খ্রীষ্টিয়ানদের প্রতি এই পত্রে, পৌল অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন, সামান্য ভিন্ন ভাবে যেগুলি আজকের দিনের মণ্ডলীকে সঙ্কটে ফেলে দেয়। ডুয়ানে ওয়ার্ডেনের এক এক পদ করে অধ্যায়ন, বাইবেল পাঠের সেই সকল কঠিন বিষয়গুলির সমাধান করে, এবং আমাদের নিজেদের সময়ে খ্রীষ্টিয়ান জীবন যাপন করার প্রয়োগ উপস্থাপন করে।

বিভাজন, অনৈতিকতা, ধর্মতত্ত্ব সম্পর্কে ভ্রান্তি এবং জাগতিকতা, মণ্ডলীকে আক্রান্ত করেছিল; এবং তাদের সংঘাতের একটি মূল কারণ ছিল – অহংকার – যেটি আজকের দিনে এখনও সচরাচর পাওয়া যায়। ডুয়ান ওয়ার্ডেনের এক এক পদের অধ্যায়ন, বাইবেল পাঠের এই কঠিন বিষয়গুলির নিষ্পত্তি করে, এবং আমাদের সময়ে বসবাসকারী খ্রীষ্টিয়ানদের জন্য ব্যবহারিক প্রয়োগের উপস্থাপনা করে। পৌল জানতেন যে, মণ্ডলীর মধ্যে সংঘাতের মোকাবিলা করার চাবিকাঠি হল প্রেম, “আংশিক থেকে পূর্ণতায় পরিবর্তন।” ১৩ অধ্যায়ে তাঁর বাকপটু এবং পরিচিত আলোচনায়,, মণ্ডলীকে খ্রীষ্ট যেমন চান, তেমনটি করার জন্য, প্রেরিত এই লক্ষণের সংজ্ঞা এবং বর্ণনা করেছেন, আর দেখিয়েছেন যে খ্রীষ্টের অনুগামী যে সত্যই প্রেমের দ্বারা প্রণোদিত, অন্যের প্রতি তার কেমন ব্যবহার করা উচিত। আজকের দিনের খ্রীষ্টিয়ানগণ যখন এই অণুচ্ছেদের শিক্ষার পালন করবে, তখন মণ্ডলীর বহু সমস্যার সমাধান হয়ে যাবে , এবং মণ্ডলী হয়ে যেতে পারে প্রেমী, উচ্চিকৃত দেহ যেটি যীশুর উদ্দেশ্য ছিল, এবং যার পরিত্রাণের জন্য তিনি তার প্রাণ দিয়েছিলেন। ,


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

১ করিন্থীয় রচিত ডুয়ানে ওয়ার্ডেন বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।