আমাদের লেখকবৃন্দ সম্পর্কে

 


এডি ক্লোয়ার

এডি ক্লোয়ার সিয়ার্সী, আক্যান্সাসে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটি; ওক্লাহোমা সিটিতে অবস্থিত ওক্লাহোমা ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি; এবং মেম্ফিস টেনিসীতে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটির গ্র্যাডুয়েট স্কুল অব রিলিজন’এ পড়াশোনা করেন। তিনি B.A., M.Th., ও D.Min. ডিগ্রীধারী। তার তত্ত্বালোচনার বিষয় ছিল বিশ্বজুড়ে ধর্মপ্রচারের ওপর। পনের বছর বয়সে ধর্মপ্রচার শুরু করে তিনি চল্লিশ বছর ধরে গসপেল প্রচার করেছেন, যে সময়ের মধ্যে আরক্যান্সাস রাজ্যের ক্লার্কসভিল, হট স্প্রিং ও ব্লীথভিলের ধর্মসভায় সেবা প্রদান করেন। তিনি আমেরিকার পঁয়ত্রিশটি রাজ্যে এবং ইংল্যান্ড, সিঙ্গাপুর, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশে ৮৫০ টিরও বেশি গসপেল বৈঠকে ধর্মপ্রচার করেন। ক্লোয়ার হার্ডিং ইউনিভার্সিটিতে বাইবেল ও ধর্মপ্রচারের ওপর পাঠদান করেন। ১৯৮১ সাল থেকে ক্লোয়ার Truth for Today সম্পাদন ও প্রকাশ করে আসছেন, যা ধর্মপ্রচারক ও শিক্ষকদের জন্য একটি মাসিক প্রকাশনা। ১৯৯০ সালে তিনি টেক্সাস রাজ্যের হিউস্টনে অবস্থিত World Bible School-এর শিক্ষকদের ও Champions church of Christ-এর সহায়তায় Truth for Today চালু করেন। এর বর্ণনামূলক বাইবেল অধ্যয়ন ১৪০ টিরও বেশি দেশে ৪০,০০০ হাজারের বেশি ধর্মপ্রচারক ও শিক্ষকের কাজে সহায়তা করে।
এডি ক্লোয়ার

সেলার্স এস. ক্রেন, জুনিয়র

ড. সেলার্স এস. ক্রেন জুনিয়র পঞ্চাশ বছর ধরে শিক্ষকতা ও ধর্মপ্রচার করছেন এবং লুইসিয়ানা, কেন্টাকী, অ্যালাবেমা ও টেনেসী রাজ্যের ধর্মসভায় সেবা প্রদান করেন। অ্যালাবেমার এথেনস স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী লাভ করে ক্রেন অ্যালাবেমা ক্রিস্টিয়ান স্কুল অব রিলিজন (এখন অ্যাম্রিজ ইউনিভার্সিটি) ও লুথার রাইস সেমিনারী থেকে মাস্টার্স ডিগ্রীর অধিকারী। তিনি ইলিনইয়ের ডিয়ারফিল্ডে অবস্থিত ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুল (এখন ট্রিনিটি ইন্টারনেশনাল ইউনিভার্সিটি) থেকে তাঁর D.Min. ডিগ্রী লাভ করেন। ক্রেন টেনিসী পাব্লিক স্কুল সিস্টেম ও বিভিন্ন বাইবেল শিক্ষায় শিক্ষকতা করছেন, যার মধ্যে তিনি অ্যালাবেমা রাজ্যের গুইনে অবস্থিত স্কুল অব ওয়ার্ল্ড ইভাঞ্জেলিজম ও ম্যাডিসন, টিনেসীতে অবস্থিত মিড-সাউথ স্কুল অব বাইব্লিক্যাল স্টাডিজ-এর পরিচালক হিসেবে কাজ করেছে। তিনি ইউক্রেন, গ্রীস, পেরু ও পানামায়ও শিক্ষকতা করেন এবং এগারটি দেশে তেইশটি মিশনারি ভ্রমণে অংশ নেন। অতিপ্রজ একজন লেখক হিসেবে তিনি ১,৫০০ প্রবন্ধ ও সাইত্রিশটি পাঠ্যবই রচনা করেছেন। তাঁর প্রবন্ধসমূহ গসপেল অ্যাডভোকেটপাওয়ার ফর টুডে সহ বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। পাঁচ বছরের জন্য তিনি গসপেল অ্যাডভোকেট কম্প্যানিয়ন নামের বয়স্কদের জন্য বার্ষিক একটি বাইবেল শিক্ষার ব্যাখ্যান লিখেন। তিনি The World Evangelist-এর বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন এবং 21st Century Christian-এর জুনিয়র ও সিনিয়র উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্য তৈরি বাইবেল শিক্ষা পাঠ্যবস্তু সম্পাদন করেছেন।

তার পাশাপাশি তিনি অসংখ্য অধ্যাপনা, গসপেল বৈঠক ও বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁর পাঠসমূহ রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানেও প্রচার করা হয়েছে।

সেলার্স ও তাঁর স্ত্রী ওয়ান্ডা ১৯৬১ সালে বিয়ে করেন। তাদের তিন সন্তান ও চার নাতি-নাত্নি রয়েছ।

সেলার্স এস. ক্রেন, জুনিয়র

আর্ল ডি. এডওয়ার্ডস

ড. আর্ল ডি. এডওয়ার্ডস তার জীবনকে ধর্মপ্রচার, মিশনারী কর্মকাণ্ড ও বিদ্যাবৃত্তির মাধ্যমে প্রভুর সেবায় নিয়োজিত করেছেন। তিনি সেন্ট্রাল ক্রিশ্চিয়ান কলেজে (এখন ওকলাহোমা ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড আর্টস ) পড়াশোনা করেন এবং ডেভিড লিপ্সকম্ব কলেজ থেকে জনসংযোগ এর ওপর B.A. ডিগ্রী লাভ করেন। তিনি হার্ডিং গ্র্যাজুয়েট স্কুল থেকে M.Th. ডিগ্রী গ্রহণ করেন এবং ইলিনয় রাজ্যের ডিয়ারফিল্ডে অবস্থিত ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুল থেকে D.Miss. ডিগ্রী সম্পন্ন করেন। এডওয়ার্ডস ১৯৫২ সালে ধর্মপ্রচার শুরু করেন আর ক্যানসাস, আরক্যান্সাস এবং ইতালির সিসিলি ও ফ্লোরেন্সে ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৬০-১৯৭৬)। তিনি গসপেল অ্যাডভোকেট, স্পিরিচুয়াল সোর্ড ও অন্যান্য আরো সাময়িকীতে লিখেছেন এবং Protecting Our “Blind Side.” বইটি রচনা করেন। ১৯৭৬-১৯৭৭ সালে এডওয়ার্ডস বহিরাগত প্রভাষক হিসেবে হার্ডিং ইউনিভারসিটিতে মিশনারী সম্পর্কিত কোর্স সমূহে অধ্যাপনা করেন। ১৯৮২ সালে তিনি ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটিতে বাইবেল অধ্যাপনা শুরু করেন, যেখানে তিনি ১৯৯১-১৯৯৩ পর্যন্ত স্কুল অব বাইব্লিক্যাল স্টাডিজ-এর ডীন হিসেবে এবং ১৯৮৯-২০০৮ সাল পর্যন্ত স্নাতকোত্তর বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। তাঁর অসাধারণ অধ্যাপনার জন্য তাকে বহুবার সম্মাননা প্রদান করা হয়। ১৯৯৮ সালে Oklahoma Christian তাঁকে কলেজ অব বাইব্লিক্যাল স্টাডিজ-এর বিশিষ্ট প্রাক্তন সত্ত্বা হিসেবে খেতাব প্রদান করে। ২০০৪ সালে তিনি ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটির বার্ষিক প্রভাষক সম্মেলনের মর্যাদাপ্রদান ডিনারের অভ্যর্থনা গ্রহণ করেন।

এডওয়ার্ডস ১৯৫৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত স্ত্রীর মৃত্যুবরণ পর্যন্ত গ্বেন্ডোলীন হলের সাথে বিবাহিত ছিলেন। একসাথে তাদের টেরি ও কেরেন নামে দুই সন্তান এবং আট নাতি-নাত্নি ছিলো। এডওয়ার্ডস ১৯৮৮ সালে সাবক লোরা ইয়াংকে বিবাহ করেন।

আর্ল ডি. এডওয়ার্ডস

উইলিয়াম ডব্লিউ. গ্র্যাশাম

ড. উইলিয়াম ডব্লিউ. গ্র্যাশাম ষাট বছর যাবৎ টেক্সাস, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, জার্মানি ও স্কটল্যান্ডে ধর্মপ্রচার করছেন। তিনি পেপারডাইন ইউনিভার্সিটি থেকে ১৯৬২ সালে B.A. ও ১৯৬৮ সালে M.A. ডিগ্রী অর্জন করেন এবং অ্যাবিলীন ক্রিষ্টিয়ান ইউনিভার্সিটি থেকে ১৯৭৫ সালে M.Div. সম্পন্ন করেন। ১৯৮৫ সালে Dead Sea Scrolls-এর রচয়িতা কুম্রান সম্প্রদায়ের ইতিহাসের উপর গবেষণার তত্বালোচনা সম্পন্ন করার পর তাঁকে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব আবের্ডীন থেকে Ph.D. প্রদান করা হয়। ১৯৭৫ থেকে ১৯৭৮ সালের মধ্যে গ্র্যাশাম তাঁর পরিবার নিয়ে জার্মানির কাইজারস্লটার্নে বসবাস করেন, যেখানে তিনি মার্কিন সামরিক ধর্মসভায় ধর্মপ্রচার করেন। তারপর তাঁরা স্কটল্যান্ডের আবের্ডীনে গমন করেন, যেন সেখানে তিনি তাঁর উচ্চশিক্ষা বহাল রাখতে পারেন। সেখানে থাকা অবস্থায় তাঁরা প্রভুর গীর্জার স্থানীয় একটি ধর্মসভা প্রতিষ্ঠায় সহায়তা করেন। গ্র্যাশাম হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমে ডক্টরোত্তর শিক্ষা গ্রহণ করেন এবং ইসরায়েলের তেল দর শহরে প্রত্নতাত্ত্বিক খননে অংশ নেন। পনের বছরের বেশি তিনি টেক্সাস রাজ্যের ডালাসে অবস্থিত সেন্টার ফর ক্রিস্টিয়ান এডুকেশনে পূর্ব ও নব বিধান এবং বাইবেলীয় ধর্মতত্ত্ব কোর্সে অধ্যাপনা করেন। তিনি ২০০৫ সালে অবসর নেন, কিন্তু বাইবেল, প্রত্নতত্ত্ব ও পূর্ববিধানে উল্লেখিত গসপেলের ওপর অধ্যয়নকারী স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার পরিবেশন চালিয়ে যাচ্ছেন।

তিনি এবং তাঁর স্ত্রী ইলিয়েনর চার সন্তান, সতের নাতি-নাত্নি এবং এগার পরনাতি-নাত্নি দ্বারা আশীর্বাদপ্রাপ্ত।

উইলিয়াম ডব্লিউ. গ্র্যাশাম

ডেটন কীসি

ডেটন কীসি অ্যাবীলিন ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট এবং ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে অবস্থিত বাটলার ইউনিভার্সিটি থেকে ভাষাতত্ত্ব ও কাউন্সেলিং পড়ার পাশাপাশি তাঁর M.A. অর্জন করেন। তিনি ইন্ডিয়ানা, লুইসিয়ানা, টেক্সাস ও ওকলাহোমায় পূর্ণকালীন ধর্মপ্রচারক হিসেবে দায়িত্ত্ব পালন করেন এবং আফ্রিকার নাইজেরিয়ায় বাইবেল প্রশিক্ষণ স্কুল এবং সেমিনার পরিচালনা করেন। তাঁর অধ্যাপনা ও মিশনারি কার্যক্রম তাঁকে ক্যানাডা, ইউক্রেন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ এবং রাশিয়ায় নিয়ে যায়। একুশ বছরের জন্য তিনি টেক্সাসের লাবক শহরে অবস্থিত সানসেট স্কুল অব প্রীচিং-এ (এখন সানসেট ইন্টারন্যাশনাল বাইবেল ইন্সটিটিউট) অধ্যাপক হিসেবে কাজ করেন। সে সময়ের মধ্যে তিনি অন্তত ৩৫ টি রাজ্যে গসপেল বৈঠক, নেতৃত্ব কর্মশালা, গৃহস্থলী সেমিনার এবং শিক্ষক প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন। ব্রাদার কীসির ক্লাসরুম শিক্ষক হিসেবে কৃতীসমূহ সানসেটের স্যাটেলাইট স্কুল কার্যক্রম হিসেবে সম্প্রসারিত করা হয়েছে, যাতে তাঁর রেকর্ডকৃত খ্রীষ্টান গৃহশালা ও যিরমিয় গ্রন্থের ওপর কোর্সসমূহ প্রচার করা হয়। লেখক হিসেবে তিনি on Restoration Revival: The Way (Back) to GodHebrews: A Heavenly HomilyA Re-Evaluation of the EldershipTeacher Training ToolsA Chronological Survey of the Old Testament ও The Churches of Christ during the Civil War-এর ওপর তাঁর গবেষণা প্রকাশ করেন।

তিনি এবং তাঁর স্ত্রী রুথের তিনটি বয়োপ্রাপ্ত সন্তান আছেঃ হাওয়াইয়ে বসবাসকারী ডীটা সীমিওনা, অ্যালাস্কাতে বসবাসকারী তনইয়া রেম্বোও এবং টেক্সাসে বসবাসকারী ড্যারেন কীসি।

ডেটন কীসি

জে লকহার্ট

জে লকহার্ট, যিনি পশ্চিম ভার্জিনিয়ার অধিবাসী, ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটি ও লিপ্সকম্ব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি বাইবেলের ওপর B.A. ডিগ্রী অর্জন করেন। তিনি হার্ডিং গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজান থেকে নববিধানের ওপর M.A. ডিগ্রী লাভ করেন। তিনি ট্রিনিটি থিওলজিক্যাল সেমিনারি থেকে গীর্জা পরিচালনার ওপর উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। লকহার্ট টেক্সাস রাজ্যের টাইলারে তেইশ বছর যাবৎ মিম্বর পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে কেন্টাকীর বেন্টনে গীর্জায় সেবা প্রদান করছেন। তিনি টেলিভিশন ও রেডিওতে অনুষ্ঠান উপস্থাপন করেছেন এবং বিভিন্ন খ্রিষ্টান প্রকাশনার জন্য লিখেছেন। তিনি ১৯৯৭ সাল থেকে ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটির অছিপর্ষতে দায়িত্ব পালন করছেন। লকহার্ট এবং তাঁর স্ত্রী আরলীনের তিন সন্তান ও ছয় নাতি-নাত্নি আছে।
জে লকহার্ট

জ্যাক ম্যাককিনি

জন (জ্যাক) টি ম্যাককিনে, জন্মগ্রহণ করেছিলেন সুইনি, টেক্সাসে, ১৯২৭ খৃষ্টাব্দে। উচ্চবিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর (১৯৪৪), তিনি অ্যামেরিকায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিনগুলিতে কাজ করেছিলেন। তাঁর কাজের জন্য যাত্রা করার পর, জ্যাক, অ্যাবিলেনে, অ্যাবিলেন খ্রীষ্টিয়ান কলেজ, টেক্সাস থেকে জার্মান ভাষায় স্নাতক হয়েছিলেন (১৯৪৯)। তিনি হেইদেনবার্গে জার্মান ভাষা অধ্যায়ন করেছিলেন এবং প্যারিসে ফরাসী ভাষা অধ্যায়ন করেছিলেন।

অ্যামেরিকায় ফিরে যাওয়ার পর, জ্যাক, অস্টিন, এবং সান অ্যাঞ্জেলো, টেক্সাসে মণ্ডলীতে যোগদান করেছিলেন এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ে তিনি জার্মান ভাষায় সহকারী শিক্ষকের কাজ করেছিলেন। পরে তিনি অ্যাবিলেন খ্রীষ্টিয়ান কলেজ, টেক্সাসে, ফরাসী এবং জার্মান ভাষায় শিক্ষকতা করেছিলেন (১৯৫২-৫৫)। তিনি জার্মানির ফ্রাঙ্কফার্টে এবং কেমনিজে, আর সুইজারল্যান্ডের যুরিখে পরিচর্যা কাজ সংগঠিত করেছিলেন। জ্যাক ফিরে গিয়েছিলেন অ্যাবিলেন খ্রীষ্টিয়ান কলেজে, যেখানে তিনি গ্রীক ভাষায় স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করেছিলেন (১৯৬৬)। সেই সময়ে, ট্রেন্ট, টেক্সাসে, খ্রীষ্ট মণ্ডলীতে প্রচার করেছিলেন। তারপর তাঁর পরিবার পরিচর্যা কাজের জন্য ফিরে গিয়েছিল যুরিখে (১৯৬৬-১৯৭৪)। সেই সময়ের শেষের দিকে, জ্যাক আরও হেইদেলবার্গের পেপারদিন বিস্ববিদ্যালয়ে কাজ করেছিলেন বাইবেলের নির্দেশক রূপে। পরবর্তী প্রায় কুড়ি বৎসর যাবৎ, জ্যাক, আরকানসাসের, সিয়ারসিতে, হার্দিং বিশ্ববিদ্যালয়ে বাইবেল এবং বাইবেলের ভাষার শিক্ষা দিয়েছিলেন (১৯৭৪-১৯৯২)। অবশেষে ৮৬ বৎসর বয়সে ২০১৪ সালে প্রভুর সঙ্গে থাকার জন্য চলে গিয়েছিলেন।

জ্যাক এবং তাঁর স্ত্রী, পূর্বতন জোয়ানে উইলকিনসন, চারটি সন্তান, আটটি নাতি নাতনী, এবং নাতী নাতনীদের ছয়টি সন্তান লাভ করেছিলেন।

জ্যাক ম্যাককিনি

ব্রুস ম্যাকলার্টি

ব্রুস ম্যাকলার্টি বর্তমানে হার্ডিং ইউনিভার্সিটির সভাপতি। তিনি হার্ডিং ইউনিভার্সিটি থেকে বাইবেলের ওপর B.A. ও হার্ডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজান থেকে M.Th. ডিগ্রী নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ওহাইয়ো রাজ্যের অ্যাশল্যান্ডে অবস্থিত অ্যাশল্যান্ড থিওলজিক্যাল সেমিনারি থেকে তাঁকে D.Min. ডিগ্রী প্রদান করা হয়। ১৯৯৯ সালে হার্ডিংয়ে বাইবেল ক্ষেত্রে তাঁকে “অসাধারণ প্রাক্তন সত্ত্বা” মর্যাদায় ভূষিত করা হয়। ম্যাকলার্টি এ সিরিজে বিস্তর পরিসরে যাজকবৃত্তির অভিজ্ঞতা সংযোজন করেন। তিনি আরক্যান্সাস, মিসিসিপি ও টেনিসীর গীর্জাসমূহে ধর্মপ্রচার করেন। দু’বছরের জন্য তিনি এবং তাঁর পরিবার কেনিয়ার মেরুতে মিশনারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি আরক্যান্সাসের সিয়ার্সীতে কলেজ চার্চ অব ক্রাইস্টের জন্য মিম্বর পুরোহিত হিসেবে কাজ করেন। তিনি এবং তাঁর স্ত্রী অ্যানের চ্যারিটি ও জেসিকা নামের দুই কন্যা আছে।
ব্রুস ম্যাকলার্টি

এডওয়ার্ড পি. মায়ার্স

এডওয়ার্ড পি. মায়ার্স বর্তমানে আরক্যান্সাসের সিয়ার্সীতে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটি বাইবেল ও খ্রিষ্টধর্মতত্ত্বের একজন অধ্যাপক। তিনি টেক্সাস, ওকলাহোমা, ওহাইয়ো, পশ্চিম ভার্জিনিয়া, টেনিসি ও আরক্যান্সাসের ধর্মসভা পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লুথার রাইস সেমিনারি থেকে D.Min. ডিগ্রী ধারন করেন এবং ড্রিউ ইউনিভার্সিটি থেকে Ph.D. অর্জন করেন। তিনি A Study of Angels, Evil and Suffering ও After These Things I Saw: A Study of Revelation সহ বেশ কয়েকটি বইয়ের লেখক। তিনি ও তাঁর স্ত্রী জ্যানিসের ক্যান্ডী, ক্রিস্টী ও ক্যারোলীন নামে তিন কন্যা আছে।
এডওয়ার্ড পি. মায়ার্স

ওয়েন ডি. অলব্রিখট

ওয়েন ডি. অলব্রিখট মিসৌরি রাজ্যের থেয়ারে জন্ম নিয়েছেন এবং হার্ডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি বক্তৃতার ওপর B.A. ডিগ্রী অর্জন করেন। তিনি হার্ডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজান থেকে বাইবেলের ওপর M.A. ও M.R.E. ডিগ্রীও লাভ করেন। ১৯৮০ সালে হার্ডিং তাঁকে বাইবেল বিষয়ে “অসাধারণ প্রাক্তন সত্ত্বা” পদে ভূষিত করেন। অলব্রিখট ধর্মযাজকতায় তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন। তিনি আরক্যান্সাস, মিসৌরি ও নিউ জার্সির স্থানীয় গীর্জাসমূহের যাজকবৃত্তিতে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে সক্রিয় Campaigns Northeast/Southeast-এ কাজ শুরু করেন। তাঁর এসকল প্রয়াসে তিনশ’য়ের বেশী প্রচারণা এবং তিন হাজারেরও বেশী ব্যাপ্টিজম সংগঠিত হয়েছে। সব মিলিয়ে তিনি ইংল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ক্যানাডা, ম্যাক্সিকো, হাইতি, জ্যামাইকা, ভেনিজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের ত্রিশটি রাজ্যে ধর্মপ্রচারের প্রচেষ্টা পরিচালনা করেছেন।
ওয়েন ডি. অলব্রিখট

মার্টেল পেস

মার্টেল পেস আরক্যান্সাসে জন্ম নিয়েছেন এবং মিশিগান রাজ্যের ফ্লিন্টে বড় হয়েছেন। তিনি ১৯৫২ সালে সতের বছর বয়সে তাঁর প্রথম ধর্মীয় বক্তৃতা প্রদান করেন এবং ১৯৫৬ সাল থেকে পুর্ণকালীন ধর্মপ্রচার শুরু করেন। তাঁর পঞ্চাশোর্ধ বছরের ধর্মপ্রচারে তিনি আরক্যান্সাস, মিশিগান, মিসৌরি ও অ্যালাব্যামার ধর্মসভায় দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে মন্টগোমেরী, অ্যালাব্যামায় অবস্থিত ইউনিভার্সিটি চার্চ অব ক্রাইস্টে সম্পর্ক গঠণকারী যাজক হিসেবে কাজ করছেন এবং ফকনার ইউনিভার্সিটির ভি. পি. ব্ল্যাক কলেজ অব বাইব্লিক্যাল স্টাডিজে খন্ডকালীনভাবে অধ্যাপনা করছেন। পেস টেনিসী রাজ্যের হেন্ডারসনে অবস্থিত ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটি, আরক্যান্সাসের সিয়ার্সীতে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটি, টেনিসী রাজ্যের মেম্ফিসে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজান এবং অ্যালাব্যামা রাজ্যের মন্টগোমেরীতে অবস্থিত রিজন্স ইউনিভার্সিটিতে (পূর্বের নাম সাউদার্ণ ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি) লেখাপড়া করেন। তিনি B.A., M.A. ও M.Div.ডিগ্রী অর্জন করেছেন। তিনি The Third Incarnation বইটির লেখক। মার্টেল এবং তাঁর স্ত্রী ডোরিসের তিন সন্তান ও নয় নাতি-নাত্নি আছে। 
মার্টেল পেস

ডেনি পেট্রিলো

ডেনি পেট্রিলো বর্তমানে বিয়ার ভ্যালি বাইবেল ইন্সটিটিউট অব ডেনভারের সভাপতি। তিনি সেখানে একজন ছাত্রও ছিলেন। এবং তার পাশাপাশি ইয়র্ক কলেজ, হার্ডিং ইউনিভার্সিটি, হার্ডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজানে পড়াশোনা করে A.A., B.A.ও M.A.ডিগ্রীসমূহ অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে ধর্মীয় শিক্ষার ওপর Ph.D.লাভ করেন। পেট্রিলো তাঁর পেশাজীবনকে ধর্মপ্রচার ও শিক্ষাদানে নিবেদিত করেন। তিনি মিসিসিপিতে পূর্ণকালীনভাবে ধর্মপ্রচার করেন এবং যুক্তরাষ্ট্র ও জার্মানি, স্পেন, পানামা, আর্জেন্টিনা, আফ্রিকা, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ৩০০ এর অধিক গসপেল বৈঠক ও সেমিনার সম্পাদন করেন। ড. পেট্রিলো ম্যাগনোলিয়া বাইবেল কলেজ, ইয়র্ক কলেজ ও বিয়ার ভ্যালি বাইবেল ইন্সটিটিউট অব ডেনভারে বাইবেল শিক্ষা প্রদান করেন। পেট্রিলোর কীর্তিসমূহের মধ্যে ইজেকেলীয়, তিমথীয় ১, ২ ও তিতাসীয় গ্রন্থসমূহের ব্যাখ্যা এবং Minor Prophets Study Guide উল্লেখযোগ্য।

তিনি এবং তাঁর স্ত্রী ক্যাথীর ল্যান্স, ব্রেট ও লরা নামে তিন সন্তান রয়েছে।

ডেনি পেট্রিলো

নীল টি. প্রায়র

প্রয়াত নীল টি. প্রায়র নিউ অরলিয়েন্স ব্যাপ্টিস্ট সেমিনারি থেকে Th.D. লাভ করেন। তিনি হার্ডিং ইউনিভার্সিটিতে পঁয়তাল্লিশ বছর যাবৎ বিশিষ্ট বাইবেল অধ্যাপক ছিলেন এবং সময়ে সময়ে বাইবেল বিভাগের সভাপতি ও একাডেমিক বিভাগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায়র You Can Trust Your Bible বইটির রচয়িতা। বছরের পর বছর ধরে তিনি চল্লিশটি রাজ্যে পাঁচশ’র বেশি গসপেল বৈঠকে ধর্মপ্রচার করেন। তিনি সিয়ার্সীতে অবস্থিত কলেজ চার্চ অব ক্রাইস্টের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী ট্রেভা একান্ন বছর যাবত বিবাহিত ছিলেন। এলান (প্রয়্যাত) ও লরি তাদের দুই সন্তান।
নীল টি. প্রায়র

ডেভিড আর. রেকটিন

ডেভিড আর. রেকটিন পঁয়তাল্লিশ বছর ধরে ধর্মপ্রচার করছেন এবং বিগত বিশ বছর যাবৎ টেক্সাসের ডানকানভিলের ক্লার্ক রোডের ধর্মসভায় – যা পূর্বে স্যানার অ্যাভিনিউ চার্চ অব ক্রাইস্ট হিসেবে পরিচিত ছিল – দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাবিলীন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে বাইবেল শিক্ষার ওপর M.A. ডিগ্রী লাভ করেন। তিনি “কিভাবে ঈশ্বরের আদেশ নিরূপণ করা যায়” ও “কিভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়”-এর মত বিষয়াবলীর ওপর উদ্ব্যক্তি রেখে অধ্যাপনায় বক্তৃতা প্রদান করেন। তিনি ও তাঁর স্ত্রী শ্যারণের জেমস ও ড্যানিয়েল নামে দুই পুত্র আছে।
ডেভিড আর. রেকটিন

কয় ডি. রোপার

ওকলাহোমা রাজ্যের ডীল সিটিতে জন্ম নেয়া ড. কয় ডি. রোপার জীবনভর যাজকবৃত্তির সময় একজন ধর্মপ্রচারক, শিক্ষক ও লেখক হিসেবে কাজ করেছেন। অ্যাবীলিন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি (১৯৫৮) থেকে পবিত্র বাইবেলের ওপর B.S. ডিগ্রী নিয়ে গ্র্যাজুয়েশনের পর নর্থইস্টার্ন স্টেট ইউনিভার্সিটি (১৯৬৬) থেকে মাধ্যমিক শিক্ষার ওপর M.T. ডিগ্রী অর্জন করেন। রোপার তারপর অ্যাবীলিন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি (১৯৭৭) থেকে বাইবেল ও মিশনারির ওপর M.S. ডিগ্রী সম্পন্ন করেন এবং পূর্ববিধান বিষয় নিয়ে ইউনিভার্সিটি অব মিশিগানের ডিপার্টমেন্ট অব নিয়ার ইস্টার্ন স্টাডিজ (১৯৮৮) থেকে Ph.D. লাভ করেন। রোপার হেরিটেজ ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রীক ভাষার ওপর M.A. (২০০৭) অর্জন করেন। রোপার চার্লি, টেক্সাসের গীর্জায় ধর্মপ্রচার শুরু করেন। সে সময় থেকে শুরু করে তিনি ওকলাহোমা, টেনিসী, মিশিগান, ক্যানাডা ও অস্ট্রেলিয়ায় ধর্মপ্রচার করেন। তাঁর পাশাপাশি তিনি ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ান কলেজ, ম্যাককোয়ারী স্কুল অব প্রীচিং (নর্থ রাইড, অস্ট্রেলিয়া), মিশিগান ক্রিশ্চিয়ান কলেজ, লিপ্সকম্ব ইউনিভার্সিটি ও হেরিটেজ ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত রোপার হেরিটেজ ক্রিশ্চিয়ানে গ্র্যাজুয়েট স্টাডিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ট্রেন্ট চার্চ অব ক্রাইস্টে (ট্রেন্ট, টেক্সাস) ধর্মপ্রচার করছেন এবং আরক্যান্সাসের সিয়ার্সীতে অবস্থিত Truth for Today’র জন্য লিখছেন। কয় এবং তাঁর স্ত্রী শার্লোটের তিন সন্তান এবং দশ নাতি-নাত্নি আছে।
কয় ডি. রোপার

ডেভিড এল. রোপার

ডেভিড এল. রোপার, যিনি ওকলাহোমায় জন্ম নিয়ে বেড়ে উঠেছেন, অ্যাবিলীন ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাইবেলের ওপর BS ও MS ডিগ্রী অর্জন করেন। রোপার আঠার বছর বয়সে ধর্মপ্রচারক হিসেবে তাঁর পেশা শুরু করেন এবং ওকলাহোমা, টেক্সাস ও আরক্যান্সাসে পূর্ণকালীনভাবে সাতটি ধর্মসভায় ধর্মপ্রচারক হিসেবে কাজ করেন। তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি, তুরস্ক, জাপান ও রোমানিয়াসহ বিশ্বের অন্যান্য জায়গায়ও গসপেল প্রচার করেন। ১৯৬৮ থেকে ১৯৭৭ পর্যন্ত রোপার এবং তাঁর পরিবার অস্ট্রেলিয়ার সিডনীতে মিশনারি হিসেবে কর্মরত অবস্থায় স্থানীয় একটি ধর্মসভা ও ম্যাককোয়ারী স্কুল অব প্রীচিং-এর সাথে কাজ করেন। রোপার অসংখ্য পুস্তিকা, পাঠ্যবই ও ক্ষুদ্র-পুস্তিকা রচনা করেছেন। তাঁর প্রবন্ধসমূহের মধ্যে “যেদিন যীশুখ্রিষ্ট (পুনরায়) আগমন করেন”“ব্যাবহারিক খ্রিষ্টধর্মঃ জেমীয় থেকে পাঠসমূহ”“ভালোবাসার ব্যাপারে সচেতন হওয়া”, ও “বাইবেলের সংস্পর্শে” উল্লেখযোগ্য। তিনি খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রতি সম্ভাষিত টিভি ও রেডিও অনুষ্ঠান উপস্থাপন করেছেন। রোপার আরক্যান্সাসের সিয়ার্সীতে অবস্থিত Truth for Today’র জন্য সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে লেখা চালিয়ে যাচ্ছেন।
ডেভিড এল. রোপার

ডন শ্যাকেলফোর্ড

ডন শ্যাকেলফোর্ড, যিনি একজন অবসরপ্রাপ্ত বাইবেল অধ্যাপক, ত্রিশ বছর আরক্যান্সাস রাজ্যের সিয়ার্সীতে অবস্থিত হার্ডিং ইউনিভার্সিটিতে শিক্ষাদান করেছেন। টেক্সাসে অবস্থিত লাবক ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির বাইবেল বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মিসৌরী রাজ্যের জপ্লিনের অধিবাসী শ্যাকেলফোর্ড ওকলাহোমা ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং ডেভিড লিপ্সকম্ব ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। তিনি নিউ অরলিয়েন্স ব্যাপ্টিস্ট থিওলোজিক্যাল সেমিনারিতে অংশগ্রহণ করে B.D. ও Th.D. ডিগ্রী অর্জন করেন। ধর্মযাজক হিসেবে শ্যাকেলফোর্ড ওকলাহোমা, টেনিসী, টেক্সাস ও লুইসিয়ানার ধর্মসভায় ধর্মপ্রচার করেন। তিনি মিশনারি হিসেবেও ইতালির পালের্মো, সিসিলী ও ফ্লোরেন্সে দায়িত্ব পালন করেন। পঁচিশ বছরের বেশী সময় ধরে তিনি আরক্যান্সাসের সিয়ার্সীতে অবস্থিত ক্লোভারডেল চার্চ অব ক্রাইস্টের জ্যেষ্ঠ সদস্য হিসেবে কাজ করেন। হার্ডিং ইউনিভার্সিটিতে থাকাকালীন শ্যাকেলফোর্ড বাইবেলের অধ্যাপক ও আন্তর্জাতিক শিক্ষা বিভাগের ডীন ছিলেন। বর্তমানে তিনি Truth for Today’র পূর্ববিধান সম্পর্কিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, হার্ডিং ইউনিভার্সিটিতে যুগ্ম অধ্যাপক হিসেবে শিক্ষাদান করছেন এবং অ্যালাবেমার মন্টগোমেরীতে অবস্থিত সাউদার্ন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পূর্ববিধানের ওপর স্নাতকোত্তর কোর্সে অধ্যাপনা করছেন। তিনি “গীর্জার ইতিহাসের একটি জরিপ”-এর রচয়িতা এবং লাবক ক্রিশ্চিয়ান ও হার্ডিং-এর জন্য অধ্যাপনার পাঠ্যবই সম্পাদন করেছেন। তাঁর লিখিত প্রবন্ধসমূহ গসপেল অ্যাডভোকেট, রিস্টোরেশন কোয়ার্টার্লি, ফার্ম ফাউন্ডেশন, পাওয়ার ফর টুডে এবং দ্যা ক্রিশ্চিয়ান ক্রনিক্যালে প্রকাশিত হয়েছে।

ডন এবং তাঁর স্ত্রী জয়সের পাঁচ সন্তান ও পনের নাতি-নাত্নি আছে।

ডন শ্যাকেলফোর্ড

ডুয়েন ওয়ার্ডেন

ড. ডুয়েন ওয়ার্ডেন, যিনি এই সিরিজে নববিধানের সহযোগী সম্পাদক, অ্যারক্যান্সাস রাজ্যের ফ্র্যাঙ্কলিনের জন্ম নিয়েছেন, কিন্তু মিশিগানের ফ্লিন্টে বড় হয়েছেন। তিনি ফ্রীড-হার্ডম্যান ইউনিভার্সিটি থেকে A.A. ডিগ্রী, হার্ডিং ইউনিভার্সিটি থেকে B.A., হার্ডিং ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব রিলিজান ও ডিউক ইউনিভার্সিটি থেকে নববিধানের ওপর Ph.D. সম্পন্ন করেন। তার পাশাপাশি ড. ওয়ার্ডেন কলম্বিয়া ইউনিভার্সিটি এবং গ্রীসের এথেন্সে অবস্থিত অ্যামেরিকান স্কুল অব ক্লাসিক্যাল স্টাডিজ-এ শাস্ত্রীয় বিজ্ঞানে ডক্টরোত্তর গবেষণা সম্পন্ন করেন। ড. ওয়ার্ডেন ওহাইয়ো ভ্যালি ইউনিভার্সিটির পাশাপাশি হার্ডিং ইউনিভার্সিটির বাইবেল ফ্যকাল্টিতে দায়িত্ব পালন করেন। তিনি ওহাইয়ো ভ্যালির বাইবেল বিভাগের সভাপতি (১৯৮৬-১৯৯৩) এবং হার্ডিংয়ে কলেজ অব বাইবেল এন্ড রিলিজানের সহযোগী ডীন ছিলেন (১৯৯৬-২০০৫)। তিনি অ্যাম্রীজ ইউনিভার্সিটিতে নববিধান অধ্যাপক হিসেবে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন। অধ্যাপনার পাশাপাশি ড. ওয়ার্ডেন তাঁর পেশাকাল যাবত ধর্মযাজক হিসেবে কাজ করেন। তিনি পুর্ণকালের জন্য পশ্চিম ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও আরক্যান্সাসে ধর্মপ্রচার করেন; এবং ওহাইয়ো ভ্যালি ও হার্ডিংয়ে অধ্যাপনার সময় খণ্ডকালীন ধর্মযাজক হিসেবে সেবা প্রদান করেন। বর্তমানে তিনি ভেলভেট রীজ চার্চ অব ক্রাইস্টে ধর্মপ্রচার করছেন।

ড. ওয়ার্ডেন Biblical Interpretation: Studies in Honor of Jack P. LewisClassical Philology, Restoration Quarterly, and Journal for the Evangelical Theological Society সহ বিদ্বজ্জন প্রকাশনাসমূহে বেশ কয়েকটি রচনা ও প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি Truth for TodayGospel AdvocateFirm Foundation, and Christian ChronicleTruth for Today, Gospel Advocate, Firm Foundation ও Christian Chronicle-এর জন্যও লিখেছেন।

তিনি ও তাঁর স্ত্রী জ্যানেটের ডেভিড এম. ওয়ার্ডেন নামের এক পুত্র ও ডেভিড এ. মার্টিন নামের এক পালক পুত্র আছে।

ডুয়েন ওয়ার্ডেন